প্রকল্প কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা শীর্ষক আঞ্চলিক কর্মশালা ২০১৬-১৭ গত ২০ মার্চ, ২০১৭ উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প ২য় পর্যায় এর আওতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিচালক কৃষিবিদ মো. আলতাবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এর কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ অমিতাভ দাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রকল্পটির পরিচালক কৃষিবিদ মো. ছারওয়ার জাহান এবং উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ সুরজিত সাহা রায়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের কৃষি অনেক দ্রত এগুচ্ছে। পূর্বের ধ্যান-ধারণা ভুলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। তিনি বলেন, বোরোতে ব্লাস্ট ও অন্যান্য বালাই দেখা মাত্র তা প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানের সভাপতি বলেন, কর্মশালা থেকে উঠে আসা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা সমস্যাবলী চিহ্নিতকরে সেগুলো মোকাবিলা করার মাধ্যমে সার্থকতা আনয়ন করা যায়। তাই এক্ষেত্রে সঠিক সমস্যাগুলি চিহ্নিত করতে হবে। পাশাপাশি সুপারিশসমুহও বাস্তবতার নিরিখে হওয়া উচিত।
কর্মশালায় অঞ্চলাধীন জেলাসমুহের উপপরিচালকগণ নিজনিজ জেলায় প্রকল্পাধীন মাঠে বিদ্যমান প্রদর্শনী প্লটের বর্তমান অবস্থা ও চলমান বিভিন্ন কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য, সমস্যাবলী ও সমাধানের উপায়সমূহ উপস্থাপন করেন।